Office Of The Vice Principal

Office Of The Vice Principal



নাম  : শ্রীবাস চন্দ্র রায়
পদবী : উপাধ্যক্ষ
আইডি নম্বর :  
মোবাইল নম্বর : ০১৭20529629
যোগদানের তারিখ :  
ই-মেইল নম্বর : sribashchandroroy@gmail.com
রোকেয়া মনসুর মহিলা কলেজ, কালিগঞ্জ, সাতক্ষীরা।

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত দক্ষিনবঙ্গের নারী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ রোকেয়া মনসুর মহিলা কলেজ। দক্ষিনবঙ্গের কৃতি সন্তান সাবেক মন্ত্রী এডভোকেট এম মনসুর আলী তাঁর প্রিয় সহোধর্মীণী বেগম রোকেয়ার নামে েএ প্রতিষ্ঠানটির নামকরণ করেন রোকেয়া মনসুর মহিলা কলেজ। ১৯৮৯ সালে প্রতিষ্ঠার পর থেকে কলেজটি উচ্চ শিক্ষা বিস্তারের অভিযাত্রায় এক অনন্য ও আদর্শ বিদ্যাপীঠ হিসেবে স্বীকৃত হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর আওতাধীনে যথাক্রমে উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিস্তারের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। রূপকল্প-২০২১ বাস্তবায়নে ইতোমধ্যে দেশ স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পন করেছে। এখন গুণগত মানসম্পন্ন শিক্ষা ও সরকার ঘোষিত রূপকল্প-২০৪১ ও ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে অত্র কলেজের প্রতিতযশা, প্রাজ্ঞ শিক্ষক-কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শিক্ষা বিস্তারের পাশাপাশি প্রতিষ্ঠানটি আজ সাতক্ষীরা তথা দেশের আর্থসামাজিক ও সাংস্কৃতিক বিকাশের সাথে সম্পৃক্ত থেকে আমাদের জাতীয় ইতিহাসে অনেকটা স্থান দখল করে নিয়েছে। এ আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে অনেকেই এর মধ্যে  সরকারি আমলা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, শিক্ষক  কবি, সাহিত্যিক, অভিনয়-শিল্পী, ক্রীড়াবিদ ইত্যাদি গর্বিত পেশায় নিজেদের প্রতিষ্ঠা করেছে। মাঝে মধ্যে বিভিন্ন উৎসব, অনুষ্ঠানে তাঁদের স্বরব উপস্থিতি ক্যাম্পাসকে প্রানবন্ত ও মুখরিত করে তোলে। দক্ষিন বঙ্গের নারী শিক্ষার উন্নয়নে গর্বিত অংশীদার এ আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানটি।

আমি এ প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ হিসেবে অত্যন্ত গর্ববোধ করি এবং নিজেকে সৌভাগ্যবানদের একজন মনে করি। আল্লাহ হাফেজ ।